পায়ে হাঁটার রাস্তা নেই তবু উনচল্লিশ লাখ টাকায় দুই সেতু

মনিরুল ইসলাম মনির : পায়ে হেঁটে চলারও কোন রাস্তা নেই। রয়েছে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। আর মাঠের মাঝখান দিয়ে বয়ে চলা অত্যন্ত সরু ও অগভীর নালার মতো একটি খাল। এ খালের উপরই মাত্র ৩-৪শ মিটারের ব্যবধানে মাথা উঁচু করে দাড়িয়ে আছে প্রায় চল্লিশ লাখ টাকা ব্যয়ে দুই সেতু। অথচ আশপাশের চার গ্রামের মানুষের আভ্যন্তরীণ যোগাযোগের … Continue reading পায়ে হাঁটার রাস্তা নেই তবু উনচল্লিশ লাখ টাকায় দুই সেতু